কলকাতা – গত ২৫ তারিখে সাউথ কলকাতা ল কলেজে ঘটে যাওয়া চাঞ্চল্যকর গণধর্ষণ কাণ্ডের পর বন্ধ হয়ে গিয়েছিল কলেজের পঠনপাঠন। দীর্ঘ ছুটির পর অবশেষে ৭ই জুলাই, সোমবার থেকে ফের খোলা হচ্ছে কলেজ। তবে এবার চালু হচ্ছে একাধিক কঠোর নিয়ম ও নিরাপত্তা বিধি মেনে।
কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের অনুমতি অনুযায়ী, কলেজ খোলা থাকবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষক, শিক্ষাকর্মী এবং নির্দিষ্ট শ্রেণির ছাত্রছাত্রীদের কলেজে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রতিদিন কলেজ শেষে পার্মানেন্ট গার্ডের তত্ত্বাবধানে গোটা কলেজ চত্বর পরিদর্শন করে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের ৭ই জুলাই সকাল ১০টা থেকে ১২টার মধ্যে কলেজে উপস্থিত থাকতে বলা হয়েছে ফর্ম ফিলআপ ও পরীক্ষার কাজে। তাদের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং বৈধ আইডি কার্ড আনতে হবে।
অন্যদিকে,
চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের কলেজে আসার দিন নির্ধারিত হয়েছে ৮ই জুলাই, মঙ্গলবার।
ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে ৯ই জুলাই, বুধবার।
অষ্টম সেমিস্টারের (অনার্স ও জেনারেল) ছাত্রছাত্রীদের কলেজে আসার দিন নির্ধারিত হয়েছে ১০ই জুলাই, বৃহস্পতিবার।
কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও প্রকার অফিসিয়াল কারণ ছাড়া কলেজ চত্বরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একই সঙ্গে প্রপার আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশ করা যাবে না।
এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের তরফে কড়া নজরদারির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
