রাজ্য – ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটেছে। নবান্নের তরফে সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্য ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিজি পদে পরিবর্তনের কথা জানানো হয়েছে। এতদিন আইবি-র ডিজি পদে থাকা জ্ঞানবন্ত সিং-কে সরিয়ে তাঁকে ট্রাফিক বিভাগের এডিজি এবং আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
নতুন নিযুক্ত আইবি-র ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন এসসিআরবি-র ডিজি সিদ্ধনাথ গুপ্ত। এছাড়া ট্রাফিক বিভাগের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ড. রাজেশ কুমার সিং-কে নতুন করে এডিজি ও আইজিপি (নীতি নির্ধারণ) পদে বদলি করা হয়েছে। নবান্ন সূত্রে এই রদবদলকে ‘রুটিনমাফিক’ বলা হলেও প্রশাসনিক মহলে এর পেছনে রাজনৈতিক কৌশল ও ভবিষ্যৎ নির্বাচনী পরিকল্পনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
