দক্ষিণ দিনাজপুর – দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। গত শুক্রবার থেকে নিখোঁজ থাকা পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তিন দিন পর অর্ধনগ্ন অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করল পুলিশ। স্থানীয় এক নির্জন পুকুরে ওই নাবালিকার পচাগলা দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি শুক্রবার স্কুলে গিয়েও আর বাড়ি ফেরেনি। শনিবার কুমারগঞ্জ থানায় মিসিং ডায়েরি দায়ের করা হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে প্রান্তরের মধ্যে অবস্থিত একটি পুকুরে ওই দেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার জানান, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দেহের উপরিভাগে কাপড় না থাকায় ধর্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মেয়েটির বাবার অভিযোগ, তাঁর কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
