ময়ূরাক্ষীর তোড়ে ভেঙে গেল অস্থায়ী রাস্তা, ১২টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন, স্থায়ী সেতুর দাবি স্থানীয়দের

ময়ূরাক্ষীর তোড়ে ভেঙে গেল অস্থায়ী রাস্তা, ১২টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন, স্থায়ী সেতুর দাবি স্থানীয়দের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বীরভূম – অত্যাধিক বর্ষণে জলস্তর বৃদ্ধি পেয়েছে ময়ূরাক্ষী নদীতে। আর তার জেরেই নদীর তোড়ে ভেঙে গিয়েছে মহম্মদবাজারের আঙ্গাড়গড়িয়া থেকে বড়াম যাওয়ার একমাত্র অস্থায়ী রাস্তা। ফলে বড়াম, নরসিংহপুর, কুমারপুর, আমতলা সহ প্রায় ১২টি গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহম্মদবাজারের যোগাযোগ ব্যবস্থা।

প্রতিদিন যাতায়াতের জন্য যেই অস্থায়ী রাস্তা ছিল, তা জল ঢুকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় গ্রামবাসীদের এখন ভরসা কেবল নৌকা। জীবনের ঝুঁকি নিয়েই চলছে নৌকায় পারাপার। তাতে আরও বাড়ছে বিপদের আশঙ্কা।

এলাকাবাসীদের অভিযোগ, এই সমস্যা একেবারেই নতুন নয়। প্রতি বছর বর্ষার মরশুম এলেই নদীর জল বেড়ে অস্থায়ী রাস্তা ভাসিয়ে নিয়ে যায়। প্রশাসনের একাধিকবার জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি এখনও পর্যন্ত।

স্থানীয় বাসিন্দা অরূপ শেখ জানান, “শুধু বর্ষা এলেই আমাদের দুর্ভোগ শুরু হয়। স্কুল-কলেজ, চিকিৎসা, বাজার – সব কিছুর জন্য এই রাস্তা ছিল একমাত্র ভরসা। এখন নৌকা ছাড়া উপায় নেই। কিন্তু তাও তো ঝুঁকিপূর্ণ।”

তাই এলাকাবাসীদের একটাই দাবি—অবিলম্বে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক ময়ূরাক্ষী নদীর উপর। যাতে সারা বছরের যাতায়াত সুনিশ্চিত করা যায়। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top