বিনোদন – তেলুগু চলচ্চিত্র জগতের বিশিষ্ট গীতিকার শিব শক্তি দত্ত প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বহু সুপারহিট ছবিতে তাঁর লেখা গান আজও জনপ্রিয়। ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মাগধীরা’, ‘রাজন্না’, ‘শ্রীরামদাসু’-র মতো ছবিতে তাঁর অনন্য গীত রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর লেখা ‘সাহোরে বাহুবলী’, ‘রাম রাঘবম’, ‘মমতা থাল্লি’ এবং ‘আম্মা অবনী’-র মতো গান আজও শ্রোতাদের মন ছুঁয়ে যায়। গীতিকার হিসেবে তাঁর প্রয়াণ তেলুগু চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।
