মাত্র ২ হাজার টাকার এসআইপি থেকেই হতে পারেন লাখপতি, জানালেন বিশেষজ্ঞরা

মাত্র ২ হাজার টাকার এসআইপি থেকেই হতে পারেন লাখপতি, জানালেন বিশেষজ্ঞরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – যাঁরা সদ্য বিনিয়োগ জগতে পা রেখেছেন, তাঁদের কাছে এসআইপি হতে পারে একেবারে আদর্শ মাধ্যম। অনেকেই বড় অঙ্কের বিনিয়োগ করতে দ্বিধা বোধ করেন। তাঁদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ, মাসে মাত্র ২ হাজার টাকা দিয়েই শুরু করুন। এই ছোট পরিমাণই ভবিষ্যতে আপনার বড় স্বপ্নপূরণের চাবিকাঠি হতে পারে। কেউ কেউ সন্দেহ প্রকাশ করতে পারেন যে, এত অল্প টাকায় সত্যিই কি লক্ষ্মীলাভ সম্ভব? কিন্তু পরিসংখ্যান বলছে, যদি ধারাবাহিকভাবে ২৫ বছর এই বিনিয়োগ চালিয়ে যান এবং বার্ষিক ১২% হারে রিটার্ন পান, তবে আপনার বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩৪ লক্ষ টাকা।

বিশেষজ্ঞদের মতে, এমনকি কেউ যদি ২ হাজার না পারেন, তাহলে মাসে ১ হাজার টাকা করেও শুরু করতে পারেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কোথায় বিনিয়োগ করছেন তা যাচাই করা। এসআইপি কেবল অর্থ সঞ্চয়ের মাধ্যম নয়—এটি ভবিষ্যতের নিশ্চয়তার পথ। অবসর জীবনের নিরাপত্তা, সন্তানের শিক্ষার ব্যয় বা জরুরি চিকিৎসার খরচ—সব ক্ষেত্রেই কাজে আসতে পারে এই বিনিয়োগ। বিশেষজ্ঞদের সহজ পরামর্শ—নিয়মিত বিনিয়োগ করুন এবং ভুলে যান। সময়মতো তা বড় রিটার্ন এনে দেবে। তবে বিনিয়োগের আগে কোম্পানি ও স্কিমটি ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি, কারণ আর্থিক ক্ষতির দায় ডিজিটাল পরামর্শদাতারা নেবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top