দক্ষিন 24 পরগণা -ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই মিশ্রিত জল ঢুকে কার্যত ডুবিয়ে দিয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের কয়েক হাজার বিঘা চাষের জমি। ধ্বংসের মুখে পড়েছে পাট, ধান-সহ একাধিক ফসল। ফলে রুটি-রুজি হারানোর মুখে পড়েছেন হাজার হাজার কৃষক।
এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন কৃষকরা। বাহাদুরপুর ও বেনিয়াগ্রাম পঞ্চায়েতের আমতলা, গোহেলবাড়ি, খোশালপাড়া-সহ একাধিক গ্রামে ছাই মিশ্রিত জল জমির ক্ষতি করছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, “চ্যানেল ও স্লুইস গেট তৈরি করে ছাইযুক্ত জল অ্যাশ পণ্ডে পাঠানোর ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। ক্ষতিপূরণ নিয়েও পদক্ষেপ করতে বলা হয়েছে।”
তবে এনটিপিসির দাবি, বিতর্কিত জমি তাদেরই মালিকানাধীন এবং কিছু কৃষক অবৈধভাবে ড্রেন থেকে জল নিয়ে চাষ করছেন, যার ফলে ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগ উঠেছে, তাপবিদ্যুৎ উৎপাদনের ফলে প্রতিদিন উৎপন্ন ছাই যথাযথভাবে অ্যাশ পণ্ডে না পৌঁছে চ্যানেল ও পাইপ ফেটে চাষের জমিতে ঢুকছে। এর ফলে একাধিক গ্রামের বিস্তীর্ণ জমিতে চাষ কার্যত বন্ধ।
কৃষকদের দাবি, এ বছর বর্ষার শুরুতেই যেভাবে বিষাক্ত জল ঢুকেছে, তাতে জমি পুনরায় ব্যবহারের উপযোগী থাকছে না। চাষের জমিতে পোকামাকড়ের উপদ্রবও বেড়ে গেছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হাজার বিঘা ছাড়িয়েছে।
তৃণমূল নেতারা অভিযোগ করছেন, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে উদাসীন থেকে এই ক্ষতি হতে দিচ্ছে এবং এর ফলে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে পারে। কৃষকরা মাস পিটিশন জমা দিয়েছেন এবং দাবির বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতৃত্ব।
