রাজ্য – গোটা বাংলা কার্যত জলমগ্ন। বিরামহীন বৃষ্টিতে শহর থেকে গ্রাম— সর্বত্রই দেখা দিয়েছে চরম দুর্ভোগ। টানা কয়েকদিন ধরে রোদের দেখা নেই। চলতি সপ্তাহেও বৃষ্টির কোনো বিরতি নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। আজ রাতের মধ্যেই নিম্নচাপের প্রভাব বাংলা থেকে সরে যেতে পারে। তবে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এখনো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।
আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ কিমি পর্যন্ত। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত, তবে শুক্রবার কিছুটা কমার সম্ভাবনা। তবে শনিবার ও রবিবার আবারও বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ছড়ানোভাবে বৃষ্টি চলবে, তবে সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টিপাত।
