বর্ষায় প্রেম, জিপে জঙ্গল–পরিচালক তথাগতর ‘রোম্যান্টিক রিল’ এখন বাস্তব!

বর্ষায় প্রেম, জিপে জঙ্গল–পরিচালক তথাগতর ‘রোম্যান্টিক রিল’ এখন বাস্তব!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – চলচ্চিত্র পরিচালনার ফ্রেম থেকে এবার বাস্তবের ফ্রেমে ধরা পড়ছে তথাগত মুখোপাধ্যায়ের প্রেমজীবন। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাস’-এর সাফল্য উদ্‌যাপন করতে গিয়েই ক্যামেরার পেছনে জন্ম নেয় এক নতুন প্রেমকথা—পরিচালক তথাগত আর ছবির সহকারী পরিচালক আলোকবর্ষা বসুর মাঝে। ইন্ডাস্ট্রিতে এটি হয়তো খুব পুরোনো দৃশ্য নয়, কিন্তু তথাগত নাকি এ সম্পর্ক নিয়ে একেবারেই সিরিয়াস!

সম্প্রতি ‘রাস’ ছবির সাকসেস পার্টিতে দু’জনকে দেখা যায় একসঙ্গে—দুজনেই কালো পোশাকে, যেন পর্দার বাইরেও একটা চিত্রনাট্য গড়ে উঠছে ধীরে ধীরে। সেখানেই তথাগত অকপটে জানান, “আলোকবর্ষার হাসিটাই আমার সবচেয়ে প্রিয়। ও যা-ই পরুক না কেন, হাসিটা থাকলে সবকিছুতেই ও অনন্য।”

এতটাই মুগ্ধ যে, সাকসেস পার্টির ঠিক পরেই আলোকবর্ষাকে নিয়ে চলে গেলেন উত্তরবঙ্গের কাজিরাঙা ঘুরতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে জিপের মধ্যে বসে প্রেমিকার সঙ্গে রোম্যান্টিক সেলফি, বর্ষার সবুজে ভেজা জঙ্গলে একান্ত মুহূর্ত—সব মিলিয়ে যেন রিয়েল লাইফ ‘রোমান্টিক ট্র্যাক’!

এই প্রেমের গল্পে আছে কিছু অতীত অধ্যায়ও। বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতা এক সময় ছিল টক অব দ্য টাউন। তাদের একাধিক ছবি, পার্টিতে উপস্থিতি ইঙ্গিত দিয়েছিল আরও অনেক কিছু। এমনকি তথাগতর প্রাক্তন সম্পর্ক দেবলীনা কুমারের দিকেও নজর রেখেছিল টলি পাড়া। কিন্তু সময় বদলেছে, গল্পও। এখন তথাগতর পাশে আলোকবর্ষা—আর এই সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক নেই।

যদিও তাঁদের মধ্যে বয়সের ব্যবধান উল্লেখযোগ্য, তথাগত তাতে থেমে নেই। সম্পর্ক নিয়ে আপাতত বিয়ের কোনও পরিকল্পনা নেই বলেই জানান তিনি। বরং এখন প্রেমটা উপভোগ করতে চান মন খুলে।

প্রেমিক-প্রেমিকার মতোই এখন জঙ্গলে, পাহাড়ে, সমুদ্রে—যেখানেই যাচ্ছেন, সঙ্গে থাকছে ক্যামেরাও। তবে এবার ক্যামেরার পেছনে কোনও ফিল্ম নয়, বরং বাস্তবের এক নতুন রোমান্স!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top