দিল্লি – আজ, ১০ জুলাই ২০২৫, সারা দেশজুড়ে ভক্তিভরে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। এই বিশেষ তিথিতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে দেখা গেল হাজার হাজার ভক্তের ঢল। বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়েছে পুণ্যস্নান। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সঙ্গমে নামে ভক্তদের ঢল, এবং বেলা যত গড়াচ্ছে, ততই বাড়ছে সেই ভিড়।
ত্রিবেণী সঙ্গমে উপস্থিত এক ভক্ত জানান, “গুরু পূর্ণিমা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুই হচ্ছেন পথপ্রদর্শক, যাঁর মধ্যে ব্রহ্মার সত্তা রয়েছে। তাঁর আশীর্বাদেই আমরা জীবনের সঠিক পথে এগোই। তাই এই দিনে তাঁকে স্মরণ করি।”
প্রতি বছরের মতো এবারেও স্থানীয় প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা রাখা হয়েছে।
গুরু পূর্ণিমা হল সেই তিথি, যখন শিষ্যরা তাঁদের গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেন। তাই ত্রিবেণী সঙ্গমে আজকের এই পুণ্যস্নান শুধুমাত্র ধর্মীয় নয়, এক আধ্যাত্মিক মিলনের দিনও বটে।
