খেলা – গতকাল, ৯ জুলাই ২০২৫, ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ড মহিলা জাতীয় দলকে ছয় উইকেটে পরাজিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই জয়ের ফলে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের দখলে নিল হারমানপ্রীত কৌরের দল।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০ ওভারে মাত্র ১২৬ রান তুলতে সক্ষম হয়, সাত উইকেট হারিয়ে। ভারতের বোলিং আক্রমণের সামনে বারবার হোঁচট খায় ইংলিশ ব্যাটাররা। এরপর নির্ধারিত লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১৭ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এটি ছিল ভারতের প্রথমবার ইংল্যান্ডের মাটিতে কোনো দ্বিপাক্ষিক মহিলা টি২০ সিরিজ জয়। প্রথম দুই ম্যাচে আধিপত্য বজায় রেখে জয়লাভের পর, তৃতীয় ম্যাচে ৪ জুলাই লন্ডনের দ্য ওভালে ভারত হোঁচট খেলেও শেষ ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে দলটি।
ট্যামি বিউমন্টের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলকে তাদের ঘরের মাঠেই হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই জয়ে দলের আত্মবিশ্বাস যেমন বাড়ল, তেমনই বিশ্বক্রিকেটেও নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল তারা।




















