গুজরাটে গম্ভীরা সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩, ত্রাণ ও উদ্ধারকাজ চলছে জোরকদমে

গুজরাটে গম্ভীরা সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩, ত্রাণ ও উদ্ধারকাজ চলছে জোরকদমে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – গুজরাটের ভাদোদরায় গম্ভীরা সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। বৃহস্পতিবার আরও দুটি মৃতদেহ উদ্ধার হওয়ার পর এই তথ্য নিশ্চিত করা হয়। বুধবার সকালে মহিসাগর নদীর উপর গড়ে ওঠা প্রায় ৪০ বছরের পুরনো গম্ভীরা সেতুটি হঠাৎই ভেঙে পড়ে।

এই সেতু ভাদোদরা ও আনন্দ জেলার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করত। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভদোদরার কালেক্টর অনিল ধামেলিয়া ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বহুদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেতুতে নিয়মিত যানজট এবং অতিরিক্ত ভারবাহনের কারণে ভেঙে পড়ার আশঙ্কা বহু আগে থেকেই ছিল বলে দাবি তাঁদের।

মধ্য গুজরাট ও সৌরাষ্ট্রের সংযোগকারী এই সেতু আনন্দ, ভাদোদরা, ভারুচ এবং অঙ্কলেশ্বরের বাসিন্দাদের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ যাতায়াত মাধ্যম। এখন সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে এবং সেতু ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top