উত্তরবঙ্গ – শিলিগুড়ি সংলগ্ন বাগরাকোট রেললাইন এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যায় ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে পার্শ্ববর্তী ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে বচসা থেকে হাতাহাতি, পরে সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় গত ২৯ জুন শিলিগুড়ির জ্যোতিনগরে অনুষ্ঠিত এক ক্রিকেট টুর্নামেন্টে, যেখানে দুই দলের মধ্যে গন্ডগোল বাঁধে। অভিযোগ, ওই ঘটনার জেরে ২৮ নম্বর ওয়ার্ডের এক কিশোরকে অপহরণ করে মারধর করা হয়, যার জেরে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ মঙ্গলবার রাতে কিছু অভিযুক্তকে গ্রেপ্তার করলে ২০ নম্বর ওয়ার্ডের স্থানীয়রা থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
বিধায়ক ফিরে যাওয়ার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীরা একজোট হয়ে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উপর হামলা চালান। উভয় পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে এবং পাথর ছোড়াছুড়িতে বহু মানুষ আহত হন। পুলিশ ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।
পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। এলাকায় পুলিশি পিকেট বসানো হয়েছে। সংঘর্ষের জেরে রেল পরিষেবা ব্যাহত হয়—নিউ জলপাইগুড়ি, রায়গঞ্জ ও সামসির স্টেশনে চারটি ট্রেন আটকে পড়ে।
শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন, সংঘর্ষের মূল কারণ ছিল ক্রিকেট খেলার সময়ের গন্ডগোল। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সেজন্য এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন রাখা হয়েছে।
