দেশ -অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন ২০২৭ সাল থেকে কার্যকর হতে চলেছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ আপডেট, কারণ নতুন বেতন কাঠামোর ফলে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
জানা গিয়েছে, সপ্তম বেতন কমিশনের স্থলাভিষিক্ত হয়ে এই নতুন কমিশনের সুপারিশে লেভেল-১ কর্মচারীদের বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ৫১,৪৮০ টাকা হতে পারে। একইভাবে লেভেল ২ এবং ৩-এর বেতনও প্রায় দ্বিগুণ হতে চলেছে।
বর্তমানে কমিশনের সদস্য, চেয়ারম্যান কিংবা শর্তাবলী (Terms of Reference) সরকারিভাবে ঘোষণা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ করা হবে, যার ফলে পে-ম্যাট্রিক্স অনুযায়ী বিভিন্ন স্তরে বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে।
প্রসঙ্গত, প্রতি দশ বছর অন্তর কেন্দ্র সরকার বেতন ও পেনশনের কাঠামো পুনর্বিবেচনার জন্য একটি বেতন কমিশন গঠন করে। সপ্তম কমিশন ২০১৬ সালে কার্যকর হয়েছিল। এবার অষ্টম কমিশনের প্রভাব পড়বে কেন্দ্রীয় অফিসার থেকে শুরু করে পেনশনপ্রাপ্ত প্রাক্তন কর্মীদের ক্ষেত্রেও।
বিশেষ করে IAS ও IPS স্তরের লেভেল-১০ কর্মকর্তাদের বেতনও ৫৬,১০০ টাকা থেকে বেড়ে হতে পারে ১.৬ লাখ টাকা পর্যন্ত। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সরকারের আর্থিক পরিকল্পনা ও কর্মীবাহিনীর মনোবল বৃদ্ধির কৌশলের অংশ।
