“বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মূর্তি তৈরির কাজ, কামালপুরে মাতৃ বন্দনায় নতুন অধ্যায়”

“বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মূর্তি তৈরির কাজ, কামালপুরে মাতৃ বন্দনায় নতুন অধ্যায়”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – নদীয়ার রানাঘাটের কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে এবার শুরু হলো এক ঐতিহাসিক প্রচেষ্টা—বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি। গত বছর প্রশাসনিক বাধায় বন্ধ হয়ে গিয়েছিল পুজো প্রস্তুতি, কিন্তু সেই বাধাকে জয় করে এবার শারদোৎসবে নতুন উদ্যমে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

কয়েক দিন আগেই খুঁটি পুজোর মধ্য দিয়ে সরকারি নিয়ম মেনে আনুষ্ঠানিক সূচনা হয় এবারের পুজোর। আর আজ, বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয়ে গেল প্রতিমা নির্মাণের কাজ। মৃৎশিল্পীদের অক্লান্ত পরিশ্রম ও শিল্প দক্ষতায় গড়ে উঠবে এমন এক দুর্গা মূর্তি, যা শুধু বাংলার গর্ব নয়—বিশ্ব দরবারে গ্রামবাংলার নাম উজ্জ্বল করবে।

৫৫ বছরে পা রাখা কামালপুর অভিযান সংঘ এবার স্থানীয় মানুষ, শিল্পী, এবং আশপাশের ক্লাবগুলিকে সঙ্গে নিয়ে গড়ে তুলছে একটি বিগ বাজেট পুজো। উদ্যোক্তারা জানিয়েছেন, গত বছর আবেগ, ভালোবাসা ও পরিশ্রম থাকলেও প্রশাসনিক বাধায় তা বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার সমস্ত নিয়ম মেনে পুজোর আয়োজন করার সংকল্পে তারা অটুট।

শিল্পীরা জানাচ্ছেন, প্রতিমার উচ্চতা, শৈল্পিকতা ও বিশালতা এমন হবে যা পূর্বে কখনও দেখা যায়নি। গ্রামের বুক থেকে শহরের বড় বড় পুজোকে টেক্কা দেওয়ার লক্ষ্যে এই বিশাল মূর্তি গড়ে তোলার পরিকল্পনা নিয়েই শুরু হয়েছে নির্মাণ কাজ।

স্থানীয়রা জানিয়েছেন, এমন উদ্যোগে শুধু এলাকার সম্মান বাড়বে না, বর্ধিত হবে কর্মসংস্থান ও পর্যটন সম্ভাবনাও। বৃষ্টির বাধা উপেক্ষা করে যে উন্মাদনায় শুরু হয়েছে প্রতিমা নির্মাণ—তা প্রমাণ করছে, এবারের শারদোৎসবে কামালপুর অভিযান সংঘ রচনা করতে চলেছে এক নতুন ইতিহাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top