“উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে দুর্ব্যবহারের অভিযোগ, চিকিৎসককে বদলির হুঁশিয়ারি!”

“উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে দুর্ব্যবহারের অভিযোগ, চিকিৎসককে বদলির হুঁশিয়ারি!”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া – তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে উঠল চিকিৎসা প্রতিষ্ঠানে ‘দাদাগিরি’-র অভিযোগ। সূত্রের খবর, উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক তাঁর এক আত্মীয়ের চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে যান কলকাতার ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। অভিযোগ, হাসপাতালের আউটডোর বিভাগে ভিড় বেশি থাকায় ধৈর্য হারিয়ে ফেলেন বিধায়ক।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি সোজা গিয়ে শুরু করেন বিভাগীয় প্রধানের সঙ্গে উচ্চস্বরে কথা বলা। অভিযোগ, বিধায়ক কাঞ্চন মল্লিক চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সরকারি কর্মীকে অপমান করে বদলির হুঁশিয়ারিও দেন।

ঘটনার জেরে চিকিৎসক ও অন্যান্য চিকিৎসাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ। হাসপাতাল চত্বরে একজন জনপ্রতিনিধির এমন আচরণকে অনভিপ্রেত বলেই মনে করছেন স্বাস্থ্য মহলের একাংশ।

যদিও এই বিষয়ে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে ঘটনার তদন্ত ও প্রয়োজনে স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের দাবি উঠছে চিকিৎসক মহলের তরফে।

জনপ্রতিনিধি হয়ে চিকিৎসা প্রতিষ্ঠানে এমন আচরণ কতটা শোভন—সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক ও সামাজিক মহলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top