ভাইরাল -বিমানের প্রস্তুতি চলছিল শেষ পর্যায়ে। যাত্রীরাও আসন গ্রহণ করেছেন। আর কয়েক মিনিটের মধ্যেই ওড়ার কথা। ঠিক সেই মুহূর্তেই অপ্রত্যাশিত ঘটনা—বিমানের লাগেজ দোরে হানা দিল ঝাঁকে ঝাঁকে মৌমাছি। চমকে উঠলেন যাত্রীরা। চোখের সামনে কাচে ধাক্কা খেয়ে ফিরছে মৌমাছির দল, লাগেজ দরজার গায়ে জমে বসেছে যেন তারা সেখানেই মৌচাক তৈরি করবে।
ঘটনাটি ঘটেছে সোমবার গুজরাটের সুরাট বিমানবন্দরে। ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই ৭২৮৫ নম্বর বিমানটি সেদিন বিকেল ৪টা ২০ মিনিটে সুরাট থেকে রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে ওড়ার কথা ছিল। কিন্তু বিমানে মালপত্র তোলার সময় লাগেজ দোর আংশিক খোলা থাকতেই সেখানে এসে পড়ে মৌমাছির ঝাঁক। এতে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে ‘এফএল৩৬০এয়্যারো’ নামক এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকে। দেখা যাচ্ছে, মৌমাছির দল দরজার গায়ে জমাট বেঁধে বসে রয়েছে, এবং কাচে ধাক্কা মারছে বারবার। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। জল ছিটিয়ে মৌমাছির দল সরিয়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিকেল ৫টা ২৬ মিনিটে অবশেষে বিমানটি যাত্রা শুরু করে। প্রায় এক ঘণ্টা বিলম্ব হলেও যাত্রীরা নিরাপদে ছিলেন এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই অস্বাভাবিক ঘটনার ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দিকেও উঠেছে প্রশ্ন।
