নিয়োগে দেরি নয়, ৩০ দিনের মধ্যে শেষ করতে নির্দেশ নবান্নর

নিয়োগে দেরি নয়, ৩০ দিনের মধ্যে শেষ করতে নির্দেশ নবান্নর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো ধরণের দীর্ঘসূত্রিতা বরদাস্ত করবে না সরকার। এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বা সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থার সুপারিশপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রার্থীদের ইমেল ও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

সেই সুপারিশপত্র প্রকাশের পর ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে। নিয়োগপ্রাপ্তদের দ্রুত প্রশিক্ষণের নির্দেশ পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যসচিব স্পষ্ট করে দিয়েছেন, যদি কোনো সরকারি আধিকারিক এই প্রক্রিয়া বিলম্ব করেন, তাহলে প্রাথমিকভাবে তাঁকে সতর্ক করা হবে এবং বারবার একই ধরনের বিলম্ব ঘটলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসনিক গতিশীলতা আনতেই এই কঠোর নির্দেশ নবান্নর, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top