পূর্ব বর্ধমান – পূর্ব বর্ধমানের পাটুলি এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। ঘটনাটি ঘটেছে পাটুলির শিবতলা মোড়ের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরবাইকে করে তিনজন যুবক বৃষ্টির মধ্যে পাটুলি বাজার থেকে পিলা সন্তোষপুরের দিকে ফিরছিলেন।
রাস্তা পিচ্ছিল থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে। এরপর বাইকটি ছিটকে গিয়ে ধাক্কা মারে পাশের দেওয়ালে। ওই ধাক্কার জেরে তিনজনই ছিটকে পড়ে গুরুতর জখম হন।
স্থানীয়রা তৎক্ষণাৎ সুজয় কেদার বংশী, দিবাকর মজুমদার এবং মুকেশ কেদার বংশীকে উদ্ধার করে নিয়ে যান পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, তিন যুবকের মধ্যে দুজন কাজের জন্য পাটুলি বাজার এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে আরেকজনের সঙ্গে দেখা হলে তিনজনেই এক বাইকে করে রওনা দেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।




















