দিল্লি – গুরুপূর্ণিমার দিনে হরিয়ানার হিসারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। স্থানীয় কারতার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলে দ্বাদশ শ্রেণির দুই ছাত্র স্কুলের অধ্যক্ষ জগবীর সিংকে ছুরিকাঘাত করে হত্যা করে। জানা গেছে, অধ্যক্ষ তাদের চুল কেটে স্কুলে আসতে ও শৃঙ্খলা মানতে বলেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে দুই ছাত্র সকালে প্রায় ১০:৩০ মিনিটে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে, তবে এখনও কাউকে আটক করা যায়নি। ঘটনাটি স্কুলে নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
