ইনস্টাগ্রাম রিল বানাতে গিয়ে শুভশ্রীর পিঠে রাজের চুমু, ভাইরাল ভালোবাসার ভিডিও

ইনস্টাগ্রাম রিল বানাতে গিয়ে শুভশ্রীর পিঠে রাজের চুমু, ভাইরাল ভালোবাসার ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – টলিউডের জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রসায়ন আবারও নজর কাড়ল অনুরাগীদের। এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও একটি রোমান্টিক মুহূর্তের ইনস্টাগ্রাম ভিডিও শেয়ার করে শুভশ্রী প্রমাণ করলেন, সংসার আর ভালোবাসা— দুইই তিনি সামলাতে জানেন দুর্দান্তভাবে।

সম্প্রতি শুভশ্রী একটি শর্ট ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে, যেখানে তিনি নিজেই ক্যামেরা ধরে রিল বানাচ্ছিলেন। ভিডিও চলাকালীন হঠাৎ করেই রাজকে দেখা যায় শুভশ্রীর খোলা পিঠে আলতো করে চুম্বন এঁকে দিতে। মুহূর্তটি স্বাভাবিক, অনাবিল এবং আবেগঘন— যা ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভিডিওতে শুভশ্রীর পরনে ছিল স্লিভলেস পোশাক, রাজ ছিলেন সাদা শার্টে। ব্যাকগ্রাউন্ড বা লোকেশন দেখে মনে হচ্ছে তাঁরা কোনও ঘোরাফেরায় বেরিয়েছেন, যদিও স্থানটি স্পষ্ট করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে শুধু লেখা ছিল ‘Us’— তার পাশে একটি লাল হৃদয়ের ইমোজি, যা বুঝিয়ে দেয় নিঃশব্দে অনেক কিছু বলা হয়ে গেছে।

রাজশ্রী জুটির রসায়ন নিয়ে বরাবরই চর্চা চলে টলিপাড়ায়। অনুরাগীরা তাঁদের ডাকেন ‘স্টার কাপল’ বা ‘রাজশ্রী’ নামে। প্রেম থেকে শুরু করে বিয়ে, সন্তান— সবটাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এখন তাঁরা প্রমাণ করছেন, বিয়ের পরও ভালোবাসা ঠিক আগের মতোই রঙিন ও প্রকাশ্যেই উদযাপনযোগ্য।

ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকেই লিখেছেন—
“ভালোবাসা এমনই হওয়া উচিত— সহজ, উষ্ণ, এবং নিঃসংকোচে ভাগ করে নেওয়ার মতো।”
আরেকজন মন্তব্য করেছেন—
“শুভশ্রীর মুখে হাসি দেখেই বোঝা যাচ্ছে, সম্পর্ক কতটা গভীর।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top