জোকা-মাঝেরহাট মেট্রো রুটে যাত্রীদের জন্য স্বস্তির খবর, বাড়ছে ট্রেন সংখ্যা ও পরিষেবা সময়

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে যাত্রীদের জন্য স্বস্তির খবর, বাড়ছে ট্রেন সংখ্যা ও পরিষেবা সময়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য সুখবর আনল কর্তৃপক্ষ। আগামী সোমবার অর্থাৎ ১৪ জুলাই থেকে এই রুটে পরিষেবা আরও উন্নত হতে চলেছে। এবার থেকে যাত্রীরা আরও ঘনঘন মেট্রো পেতে চলেছেন, সেইসঙ্গে সন্ধ্যের শেষ ট্রেন ধরার জন্য কিছুটা বেশি সময়ও হাতে পাবেন।

বর্তমানে পার্পল লাইনে দিনে ৬২টি মেট্রো চলাচল করে। সোমবার থেকে তা বাড়িয়ে করা হচ্ছে ৭২টি। এর অর্থ, আগের তুলনায় ১০টি বেশি ট্রেন চলবে। এমন সিদ্ধান্তে যাত্রীদের প্রতিদিনের যাতায়াত অনেকটাই মসৃণ হবে বলে মনে করা হচ্ছে।

পরিষেবার ব্যবধানেও এসেছে ইতিবাচক পরিবর্তন। এতদিন এই লাইনে প্রতি ২৪ মিনিট অন্তর মেট্রো চলত। কিন্তু সোমবার থেকে সেই ব্যবধান কমে দাঁড়াচ্ছে ২১ মিনিটে। ফলে স্টেশনে অপেক্ষার সময়ও কমবে অনেকটাই।

এছাড়া যাত্রীদের সুবিধার কথা ভেবে পরিবর্তন আনা হয়েছে দিনের শেষ ট্রেনের সময়সূচিতেও। এতদিন জোকা ও মাঝেরহাট স্টেশন থেকে রাত ৮টায় শেষ ট্রেন ছাড়ত। এবার থেকে তা পিছিয়ে রাত ৮টা ১৫ মিনিটে করা হচ্ছে।

তবে দিনের প্রথম মেট্রো চলাচলের সময় অপরিবর্তিত থাকছে। জোকা থেকে সকাল ৭টা ৫৭ মিনিটে এবং মাঝেরহাট থেকে সকাল ৮টায় প্রথম ট্রেন ছাড়বে আগের মতোই।

নিত্যযাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তিদায়ক পরিবর্তন। বিশেষ করে অফিস টাইমে এবং সন্ধ্যের ব্যস্ত সময়ে এই বাড়তি ট্রেন পরিষেবা কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top