আইআইএম জোকার হোস্টেলে ধর্ষণের অভিযোগ, ফের কাঁপছে কলকাতা শিক্ষাঙ্গন

আইআইএম জোকার হোস্টেলে ধর্ষণের অভিযোগ, ফের কাঁপছে কলকাতা শিক্ষাঙ্গন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতার শিক্ষাঙ্গন আবারও কেঁপে উঠল এক নারকীয় ঘটনার অভিঘাতে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিযোগ উঠল ভারতের অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান আইআইএম জোকার বিরুদ্ধে।

নির্যাতিতার দাবি, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে ডেকে পাঠানো হয় এবং তারপর বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে আচ্ছন্ন করা হয় বলে অভিযোগ। এরপর যখন তিনি কিছুটা জ্ঞান ফিরে পান, নিজেকে হোস্টেলের ঘরে পড়ে থাকতে দেখেন। তখনই তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেফতার করে।

নির্যাতিতার আরও অভিযোগ, হোস্টেলে ঢোকার সময় তাঁকে ভিজিটর্স রেজিস্টারে সই করতেও দেওয়া হয়নি। আপত্তি জানালে তাঁকে শারীরিকভাবে নিগ্রহও করা হয় বলে দাবি।

একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরপর যৌন নির্যাতনের অভিযোগ প্রশ্ন তুলছে, নিরাপত্তা কোথায়? পরিকাঠামো উন্নত হলেও নারীর নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তবে সে শিক্ষা-ব্যবস্থা কতটা সফল—সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top