বিনোদন – সন্তানদের সঙ্গে সময় কাটানোতে কখনওই আপস করেন না রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। যতই কাজের ব্যস্ততা থাকুক, ইউভান ও ইয়ালিনিকে সময় দেওয়ার বিষয়টি বরাবরই অগ্রাধিকার পান এই তারকা দম্পতি। সম্প্রতি তাঁদের কন্যা ইয়ালিনির একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। দেখা গিয়েছে, ইউভানকে স্কুল থেকে আনতে গাড়িতে যাচ্ছেন মা ও মেয়ে। কোলে বসে থাকা ইয়ালিনি আধো আধো ভাষায় কথা বলছে মায়ের সঙ্গে। কখনও দাদার কথা বলছে, কখনও আবার মায়ের ভঙ্গিতে পাকা গলায় বলে উঠছে “হাই”! শুভশ্রীর কথায় কথায় সাড়া দিয়ে তার এই অভিব্যক্তিই মন কেড়েছে নেটিজেনদের। ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়, কমেন্ট সেকশনে উপচে পড়ে ভালোবাসা ও প্রশংসা।
গাড়িতে ইউভান উঠতেই দুই ভাই-বোনের খুনসুটি শুরু হয়ে যায়। দাদাকে কাছে পেয়ে বোনকে আদরে ভরিয়ে দেয় ইউভান।
এর আগেও শুভশ্রী তাঁদের ছেলে-মেয়ের নানা মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
২০২৩ সালের ৩০ নভেম্বর জন্ম নেয় ইয়ালিনি। জন্মের পর দীর্ঘদিন মেয়েকে আড়ালে রেখেছিলেন রাজ-শুভশ্রী। ইউভানের জন্মদিনে প্রথমবার ইয়ালিনির ছবি আনুষ্ঠানিকভাবে সামনে আনেন তাঁরা। এখন দুই সন্তানকে ঘিরেই শুভশ্রী-রাজের হাসিমুখে ভরা সুখের সংসার।
