খেজুরিতে মহরম অনুষ্ঠানে মৃত্যু দুই যুবকের, তদন্ত ও বনধের ডাক শুভেন্দু অধিকারীর

খেজুরিতে মহরম অনুষ্ঠানে মৃত্যু দুই যুবকের, তদন্ত ও বনধের ডাক শুভেন্দু অধিকারীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


  পুর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় মহরম উপলক্ষে চলা নৃত্য অনুষ্ঠানের মধ্যে দু’জন যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। শুক্রবার গভীর রাতে পশ্চিম ভাঙ্গনমারি গ্রামে ওই অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু হয় পূর্ব ভাঙ্গনমারির সুজিত দাস ও ঝাঁটিহারি গ্রামের সুধীর চন্দ্র পাইপের। দুই যুবকের এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়।

ঘটনার পর শনিবার খেজুরিতে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন ও শোকপ্রকাশ করেন। পাশাপাশি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন তিনি। শুভেন্দুর অভিযোগ, “রাজ্য পুলিশের উপর ভরসা নেই, তাই তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ প্রয়োজন।”

বিজেপির তরফে জানানো হয়েছে, এই রহস্যজনক মৃত্যুর নেপথ্যে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে খেজুরিতে।

ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার খেজুরি বনধের ডাক দেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বনধের দিন জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত একটি প্রতিবাদী মিছিলে হাঁটবেন তিনি নিজে। নৃত্য অনুষ্ঠানে এমন মৃত্যু কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারাও।

এদিকে পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসা বাকি। তবে বিজেপির দাবি, নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য সামনে আসবে না।

ঘটনাটি ঘিরে খেজুরিতে এখন চাপা উত্তেজনা এবং রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top