পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এবং কেশপুরের বন্যা পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক আকার নিচ্ছে। এক মাসের মধ্যে এই অঞ্চল তিন-তিনবার প্লাবিত হয়েছে। টানা নিম্নচাপ, লাগাতার বৃষ্টি এবং জলাধার থেকে লাগাতার জল ছাড়ার জেরে ফের ঘাটাল ডুবে গেল।
শীলাবতী, দ্বারকেশ্বর এবং রূপনারায়ণ সহ একাধিক নদীর জলস্তর ক্রমশ বেড়ে চলেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঘাটাল পৌরসভার নয়টি ওয়ার্ড ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। চন্দ্রকোনা ব্লক-১ ও ২-এর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, কেশপুরেও একই দুরবস্থা।
জলের তোড়ে ঘরবাড়ি, ফসল, রাস্তা সবকিছুই ক্ষতিগ্রস্ত। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ঘাটালের আরগোড়া এলাকার চাতাল নম্বর ১-এ নৌকা চলাচল শুরু হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে।
প্রতিবছরই ঘাটাল অঞ্চলে বন্যা নতুন নয়, কিন্তু এবারের মতো বারবার প্লাবন ও দীর্ঘস্থায়ী জলমগ্ন অবস্থার জন্য প্রশাসনকে কাঠগড়ায় তুলছেন বাসিন্দারা। দ্রুত কোনও দীর্ঘমেয়াদি সমাধান না হলে ঘাটালের এই বন্যা-কষ্টের কোনও অবসান নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
