২১ জুলাইয়ের প্রচারে ফেস্টুন বিতর্ক: পুরুলিয়ায় তৃণমূল নেতার মৃত্যুর পরও নাম পোস্টারে, সমালোচনার মুখে দল

২১ জুলাইয়ের প্রচারে ফেস্টুন বিতর্ক: পুরুলিয়ায় তৃণমূল নেতার মৃত্যুর পরও নাম পোস্টারে, সমালোচনার মুখে দল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পুরুলিয়া – ২১ জুলাই শহিদ দিবসের সভাকে সামনে রেখে রাজ্যজুড়ে জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের বিরুদ্ধে রাজ্য সরকারের সাফল্য ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে প্রস্তুত হচ্ছে দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেতৃত্ব দিচ্ছেন এই বৃহৎ জনসংযোগ অভিযানে। তবে এই প্রচারে পুরুলিয়ার রঘুনাথপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যা দলের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

প্রচারের ফেস্টুনে দেখা গেছে প্রয়াত তৃণমূল নেতা সুধীর বাউরীর নাম। যদিও তিনি দীর্ঘদিন আগেই প্রয়াত, তবু তাঁর নাম উল্লেখ করা হয়েছে বর্তমান প্রচারমূলক ব্যানারে। এই ঘটনাটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে দলীয় অবহেলা হিসেবে দেখছেন, কেউ বলছেন এটি একটি সুপরিকল্পিত বা উদ্দেশ্যপ্রণোদিত ভুল। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার নিয়ে বিদ্রুপ ও তীব্র সমালোচনা শুরু হয়েছে।

তৃণমূলের জোড়াফুল প্রতীক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি থাকা এই ফেস্টুনগুলোতে এমন ভুলে প্রশ্ন উঠেছে—দল কি যথাযথ যাচাই না করেই মাঠপর্যায়ে প্রচার চালাচ্ছে? পুরুলিয়ায় দলীয় সমর্থন ধরে রাখতে যেখানে সর্বাত্মক প্রচেষ্টা চলছে, সেখানে এই ধরনের অনভিপ্রেত ভুল দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে এখনও কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া আসেনি, তবে এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু করেছে—বিশেষত এমন সময়ে যখন ২১ জুলাইয়ের মহাসমাবেশকে সামনে রেখে দল ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top