মুম্বাই – মুম্বইয়ে রিল বানাতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ১৬ বছর বয়সি আরভ শ্রীবাস্তব নামে এক কিশোর ট্রেনের ওয়াগনের উপর উঠে ভিডিও বানাতে গিয়ে ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাটি ঘটে নেরুল ও জুইনগর স্টেশনের মাঝে।
ঘটনার পর সঙ্গে সঙ্গে কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, আরভ সম্ভবত সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানাতে ট্রেনের গায়ে উঠেছিল।
এই ঘটনার পর তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।
এই দুর্ঘটনা ফের একবার সোশ্যাল মিডিয়ার চাপে তরুণ প্রজন্মের ঝুঁকিপূর্ণ কন্টেন্ট তৈরির প্রবণতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশাসন ও অভিভাবকদের তরফে সচেতনতা বৃদ্ধির ডাক উঠছে।




















