পৃথিবীতে ফিরে ৭ দিনের রিহ্যাবে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা

পৃথিবীতে ফিরে ৭ দিনের রিহ্যাবে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভারত – আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে ফিরেই সাত দিনের রিহ্যাব পর্বে থাকবেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের আরও তিন সদস্য—পেগি হুইটসন, টিবর কাপু ও স্লাওস উজনানস্কির সঙ্গে ১৫ জুলাই তাঁদের পৃথিবীতে ফেরার কথা রয়েছে। তাঁরা ক্যালিফোর্নিয়ার উপকূলে ‘স্প্ল্যাশডাউন’-এর মাধ্যমে অবতরণ করবেন।

নাসা সূত্রে জানা গিয়েছে, ১৪ জুলাই ভারতীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে ড্রাগন মহাকাশযানে উঠবেন এই চার নভশ্চর। একই দিন বিকেল ৪টা ৩৫ মিনিট নাগাদ আনডকিং সম্পন্ন হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ১৫ জুলাই, ভারতীয় সময় দুপুর ৩টা নাগাদ তাঁরা নামবেন পৃথিবীতে।

ইসরো জানিয়েছে, মহাকাশে দীর্ঘ সময় কাটানোর ফলে মাধ্যাকর্ষণশূন্য পরিবেশে নভশ্চরদের হাড় পাতলা হয়ে যায়, পেশি দুর্বল হয়ে পড়ে এবং শরীরের ভারসাম্য রক্ষা করার ক্ষমতা কমে যায়। তাই পৃথিবীতে ফিরে মাধ্যাকর্ষণের সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার জন্য এই সাত দিনের রিহ্যাব অত্যন্ত জরুরি। ইসরোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “স্প্ল্যাশডাউনের পর নভশ্চরদের শারীরিক পরিস্থিতি ফ্লাইট সার্জনের নজরদারিতে থাকবে। তাঁদের শরীর ধীরে ধীরে পৃথিবীর পরিবেশের সঙ্গে খাপ খাওয়াবে।”

বর্তমানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভাংশুর স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করছেন ইসরোর চিকিৎসকরা। উল্লেখযোগ্যভাবে, এই মিশনের অভিজ্ঞতা ইসরোর ভবিষ্যৎ গগনযান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন মহাকাশ বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ড্রাগন মহাকাশযানটি ২৬ জুন স্পেস স্টেশনে পৌঁছেছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top