ভাইরাল – গাছ কাটতে গিয়ে বিপর্যয়! কানাডার কিউবেকে একটি বিশাল গাছ কাটা হচ্ছিল, হঠাৎ হেলে পড়ে তা সোজা ভেঙে পড়ে একটি বাড়ির উপর। মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে যায় ছাদ-দেওয়াল। ভাইরাল হয়েছে সেই চাঞ্চল্যকর ভিডিও।
ঘটনাটি ঘটেছে ২৩ জুন। ৬৫ বছরের বৃদ্ধ ড্যানিয়েল ডেলিসল ও তাঁর সঙ্গিনী ওই বাড়িতে বসবাস করতেন দীর্ঘ ২০ বছর। এলাকা বন্যাপ্রবণ হওয়ায় তিনি বাড়িটি অন্যত্র সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে সরানোর পথে বাধা হয়ে দাঁড়ায় একটি বিশাল গাছ। বাধ্য হয়ে গাছটি কাটানোর সিদ্ধান্ত নেন।
কিন্তু গাছ কাটার সময় যে দিকে হেলে পড়বে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে গাছটি হেলে পড়ে ঠিক বিপরীত দিকে—ড্যানিয়েলের বাড়ির দিকেই। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ, ধসে যায় গোটা কাঠামো। যদিও কেউ আহত হননি, তবুও ঘটনাটি নিঃসন্দেহে ভয়ঙ্কর।
এই ভিডিও ইনস্টাগ্রামে ‘জ্যাম.প্রেসজার্নো’ অ্যাকাউন্ট থেকে শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। ড্যানিয়েলের প্রতিবেশীরা ইতিমধ্যে বাড়ি মেরামতের জন্য অর্থ সংগ্রহে নেমেছেন। এখনও পর্যন্ত সংগ্রহ হয়েছে প্রায় ৬৫০ ইউরো (ভারতীয় মুদ্রায় ৬৫,০০০ টাকারও বেশি)।
