মালদা: দীর্ঘদিন পরে গাজোলবাসীর সামনে আবারও দেখা মিলল সার্কাসের রঙিন জগৎ। সোমবার বিকেলে গাজোলের তারাতলা তারা কালী মন্দির সংলগ্ন ময়দানে এক নতুন সার্কাসের শুভ সূচনা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য—সমাজে বিলুপ্তপ্রায় সার্কাসের ঐতিহ্য ফিরিয়ে আনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং গাজোল ১ নম্বর পঞ্চায়েত প্রধান। ফিতা কেটে তাঁরা সার্কাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই শুরু হয় নানা মনোমুগ্ধকর খেলা ও কসরত— যা উপভোগ করতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠান আয়োজকদের বক্তব্য, বর্তমান প্রজন্মের কাছে সার্কাসকে নতুনভাবে উপস্থাপন করাই তাঁদের মূল উদ্দেশ্য। দর্শকদের আগ্রহ ও অংশগ্রহণ দেখে এই উদ্যোগ সফল বলেই মনে করা হচ্ছে।
