মুর্শিদাবাদ: দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টির প্রভাব পড়ল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-১ নম্বর ব্লকের দফরপুর গ্রাম পঞ্চায়েতের শিশাতলা গ্রামে। একদিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে গ্রামটি, যার ফলে অন্তত ৬০টি পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে। উঠোন থেকে ঘরের ভেতর—সবখানেই হাঁটু জল।
প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিনের নিকাশি নালার সমস্যার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি। স্থানীয় বাসিন্দারা জানান, জল বেরোনোর পথ না থাকায় বর্ষার শুরুতেই জল দাঁড়িয়ে পড়েছে বাড়ির ভেতরে। পঞ্চায়েতকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।
শিশুরা জলমগ্ন এলাকায় নেমে পড়েছে মাছ ধরতে, আর প্রাপ্তবয়স্কদের মনে আতঙ্ক—কারণ এই জলেই দেখা দিচ্ছে সাপ। কেউ কেউ বলছেন, “বন্যা এখনও আসেনি, অথচ পরিস্থিতি একেবারে বন্যার মতো।”
গ্রামবাসীদের বক্তব্য, “এই গ্রামে শতাধিক পরিবার বসবাস করে। কিন্তু মাত্র একদিনের বৃষ্টিতেই যদি এই অবস্থা হয়, তাহলে পূর্ণ বর্ষায় কী হবে?”
এদিকে পঞ্চায়েত সদস্য কাশেম সেখ জানিয়েছেন, “নিকাশি নালার সমস্যার কারণে জল জমেছে। খুব দ্রুত লেবার লাগিয়ে জল বের করার কাজ শুরু করা হবে।”
অপরিকল্পিত নগরায়ন, অপ্রতুল নিকাশি ব্যবস্থা এবং প্রশাসনিক উদাসীনতায় ছোট একদিনের বর্ষণই ভয়াবহ চেহারা নিচ্ছে—এই অভিযোগ তুলেছেন বহু বাসিন্দা। বর্ষার শুরুতেই এমন পরিস্থিতি হলে, বর্ষার মাঝামাঝি কী অপেক্ষা করছে—সেই আশঙ্কায় কাঁপছে শিশাতলা গ্রাম।
