ভাইরাল – সন্তানের পেছনে ছুটতে ছুটতে একেবারে হাঁপিয়ে পড়েছেন মা পান্ডা! আর তাতেই মজেছে নেটপাড়া। ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক মন মাতানো ভিডিও, যেখানে দেখা যাচ্ছে—এক দুষ্টু পান্ডা ছানাকে সামলাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থায় মা।
‘Realmindfulmama’ নামের এক ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, ছোট্ট পান্ডা ছানাটি এক মুহূর্তও স্থির নয়। খেলাধুলায় মগ্ন সে, মায়ের ডাকে কান দেওয়ার সময় কোথায়! মা পান্ডা বার বার তাকে ঘাড় ধরে নিয়ে আসে নির্দিষ্ট জায়গায় বসাতে—কিন্তু সে তো সব শাসনের ঊর্ধ্বে! সুযোগ পেলেই দৌড়ে পালিয়ে যায়।
শেষমেশ ছুটতে ছুটতে ক্লান্ত মা পান্ডা এক জায়গায় বসেই হাঁপাতে শুরু করে। সন্তানের ছটফটানিতে একরকম অসহায় হয়ে পড়ে সে। এমনকি যখন মা বসে কিছুটা বিশ্রাম নিচ্ছে, সেই ফাঁকেই আবার দৌড়ে পালায় দুষ্টু ছানাটি!
এই দৃশ্য দেখে হাসি চেপে রাখতে পারছেন না নেটিজেনরা। অনেকে লিখেছেন, “সব মা-ই বুঝবে এই কষ্ট”, কেউ বা বলেছেন, “এটাই হলো বাস্তব প্যারেন্টিং!”—ভিডিওটি ইতিমধ্যেই লাখ লাখ ভিউ ছাড়িয়েছে, শেয়ার হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে।
মায়ের ধৈর্য আর সন্তানের দুষ্টুমির এই টক-মিষ্টি রসায়ন দেখে মন ভাল হয়ে যাচ্ছে দর্শকদের। সত্যিই, মজার এই মুহূর্তটা যেন প্রতিটি মায়ের জীবনেরই একটা চেনা গল্প।
