খেলা – আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলেই তিনি ক্যারিবিয়ান দলের জার্সিকে বিদায় জানাবেন। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাসেলের নিজের শহর জামাইকায়, সাবিনা পার্কে।
রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৪টি টি২০ ম্যাচে অংশ নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ১০৭৮ রান, সর্বোচ্চ রান ৭১। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬৩.০৮, গড় ২২। পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ৬১টি উইকেট। ওয়ানডে ম্যাচ খেলেছেন ৫৬টি, যেখানে তাঁর রান ১০৩৪ এবং উইকেট সংখ্যা ৭০। একমাত্র টেস্ট খেলেছেন ২০১০ সালে।
৩৭ বছর বয়সি রাসেল বলেছেন, “ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়। ছোটবেলায় কখনও ভাবিনি এই পর্যায়ে পৌঁছব। এই জার্সি আমাকে গড়ে তুলেছে, আমি চাই ভবিষ্যতের খেলোয়াড়রা আমাকে দেখে অনুপ্রাণিত হোক।”
রাসেলের সঙ্গে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিকোলাস পুরানও। বিশেষজ্ঞদের মতে, ক্যারিবিয়ান তারকারা বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের থেকে ফ্র্যাঞ্চাইজি লিগেই বেশি মনোযোগ দিচ্ছেন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাসেল দারুণ সফল। তিনি ৫৬১টি ম্যাচে ৯৩১৬ রান ও ৪৮৫টি উইকেট নিয়েছেন। তাঁর দুটি শতরানও রয়েছে এই ফরম্যাটে। সর্বোচ্চ ইনিংস ১২১ রান অপরাজিত। সদ্য শেষ হওয়া আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রাসেল।
রাসেলের এই সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য বড় ধাক্কা। সম্প্রতি মাত্র ২৭ রানে অলআউট হয়ে দলের ভয়ঙ্কর ব্যর্থতার সময় এই অবসর ঘোষণা নতুন করে বিতর্ক তৈরি করেছে। ব্রায়ান লারাসহ প্রাক্তন ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগের প্রভাব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন।
তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আন্দ্রে রাসেল আইপিএল ও অন্যান্য লিগে খেলতে থাকবেন বলেই মনে করা হচ্ছে। কেকেআরের হয়ে আগামী মরশুমেও তাঁকে দেখা যাবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।
