কলকাতা – জয়ের আনন্দ নিমেষে বদলে গেল মৃত্যুশোকের বিষাদে। হইহুল্লোড়, সেলফি আর রোমাঞ্চের মাঝেই সব শেষ। বুধবার সকাল ১১টা নাগাদ কলকাতার নিক্কো পার্কে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হল উল্টাডাঙ্গার বাসিন্দা ১৮ বছরের যুবক রাহুলের।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাহুল তাঁর ছ’জন বন্ধুর সঙ্গে দলবেঁধে নিক্কো পার্কে ঘুরতে গিয়েছিলেন। ঘণ্টাখানেকের মধ্যেই ঘটে যায় অঘটন। অভিযোগ, একটি জয় রাইডে ওঠার সময় দোলনা ভেঙে রাহুল নিচে পড়ে যান।
তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ডিসি অনিস সরকার জানান, রাহুলের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিক্কো পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, রাহুলসহ মোট সাতজন বন্ধু ওয়াটার পার্কে এসেছিলেন। একসময় দেখা যায়, তাঁর বন্ধুরা তাঁকে অচৈতন্য অবস্থায় নিয়ে আসছেন। কীভাবে ঘটল ঘটনা, কেউই নিশ্চিতভাবে বলতে পারেননি।
এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পার্কে ঘুরতে আসা অন্যান্য দর্শনার্থীদের মধ্যে। অতীতেও একাধিকবার দুর্ঘটনার কারণে নিক্কো পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
