কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে মোদিকে চিঠি রাহুল-খাড়্গের

কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে মোদিকে চিঠি রাহুল-খাড়্গের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি – জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে। বুধবার পাঠানো এই যৌথ চিঠিতে তাঁরা আসন্ন বাদল অধিবেশনেই বিষয়টি নিয়ে বিল আনতে অনুরোধ জানান।

চিঠিতে কংগ্রেস নেতৃত্ব জানান, বিগত পাঁচ বছর ধরে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি জানিয়ে আসছেন। তাঁরা উল্লেখ করেছেন, অতীতে একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যে উন্নীত করার নজির রয়েছে।

তাঁরা আরও মনে করিয়ে দেন, সুপ্রিম কোর্টে এবং শ্রীনগরে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি নিজেই জম্মু ও কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণের এখনই সময় বলে দাবি কংগ্রেসের।

এই চিঠিতে লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করারও আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও একই দাবিতে কেন্দ্রের কাছে আহ্বান জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top