ভাইরাল – একগলা মদ খেয়ে কালীমন্দিরে চুরি করতে ঢুকেছিলেন এক যুবক। তবে চোরাই মাল নিয়ে পালানো তো দূরের কথা, শেষ পর্যন্ত গর্ভগৃহেই ঘুমিয়ে পড়লেন নেশাগ্রস্ত চোর। সকালবেলা মন্দির খুলতেই হতবাক পুরোহিত। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার নোয়ামুন্ডি এলাকায়।
অভিযুক্ত যুবকের নাম বীর। স্থানীয় সূত্রে খবর, ১৪ জুলাই রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে মদ্যপান করেন বীর। তারপরই রাতের অন্ধকারে মন্দিরের দেওয়াল টপকে ঢুকে পড়েন তিনি। একে একে দেবতার মুকুট, অলঙ্কার ও পুজোর বাসনপত্র খুলে চুরি করার চেষ্টা করেন। তবে মদের নেশা এমনই চড়া ছিল যে, তার মাঝেই তিনি গর্ভগৃহে গভীর ঘুমে ঢলে পড়েন।
১৫ জুলাই সকালে মন্দিরে এসে পুরোহিত দেখেন— গর্ভগৃহে চোরবাবাজি আরাম করে ঘুমোচ্ছেন। চারপাশে ছড়িয়ে রয়েছে দেবতার গয়না ও বাসনপত্র। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ এসে বীরকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে বীর চুরির পরিকল্পনার কথা স্বীকার করলেও বলেন, কখন যে ঘুমিয়ে পড়েছেন, তা তিনি নিজেও টের পাননি।
এই অদ্ভুত ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ‘নাদিমরাইটস’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়। একজন মন্তব্য করেছেন, “এটা কোনও সাধারণ চুরি নয়, দেবী নিজেই শাস্তি দিয়েছেন চোরকে!”
ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ। যদিও হাস্যরসের আবহে এই ঘটনার পেছনে রয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মন্দির লুটের এক গুরুতর প্রচেষ্টা— যা প্রশাসনের কড়া নজরে রয়েছে।
