মুম্বই: শুক্রবার ভোরে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের ভারত নগরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের অন্তর্গত একটি তিনতলা আবাসিক ভবন আচমকাই ধসে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, এখনও কমপক্ষে ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।
ঘটনাটি ঘটে সকাল ৫টা ৫২ মিনিটে। বিস্ফোরণসদৃশ শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার অভিযান।
ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আটটি দমকল ইঞ্জিন, অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী ভ্যান এবং একাধিক সরকারি ও বেসরকারি সংস্থা। মুম্বই ফায়ার ব্রিগেড (MFB), পুলিশ, BMC, MHADA, PWD ছাড়াও আদানি গ্রুপের কর্মীরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।
সাতজনকে এখনও পর্যন্ত জীবিত উদ্ধার করে বান্দ্রার ভাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে।
একজন অগ্নিনির্বাপক আধিকারিক জানান, “ধ্বংসস্তূপের তলায় তল্লাশি এখনও চলছে। যতক্ষণ না পুরো জায়গা পরিষ্কার হচ্ছে, ততক্ষণ আমরা নিশ্চিত হতে পারছি না।”
এই ধসের পিছনে বর্ষার জেরে পুরনো ভবনের কাঠামোগত দুর্বলতাকেই প্রাথমিকভাবে দায়ী করছেন কর্মকর্তারা। তবে আনুষ্ঠানিকভাবে কারণ এখনও জানা যায়নি।
