মালদা: একুশে জুলাইয়ের প্রস্তুতি চলাকালীন মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্যানার ছেঁড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার অভিযোগ বিরোধীদের দিকে তুললেও, বিরোধীদের দাবি—এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই পরিণাম।
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর সদর এলাকার হাসপাতালগামী রাস্তায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশে আইএনটিটিইউসি-র ব্যানার লাগানো ছিল। ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের নাম এবং ব্লক সভাপতি সাহেব দাসের নাম ছিল। বুধবার গভীর রাতে সেই ব্যানার ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা।
ঘটনার খবর ছড়াতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছে। যদিও বিরোধীদের পাল্টা বক্তব্য—এটি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল।
তাঁরা আরও বলেন, সাম্প্রতিক সময়ে তৃণমূল মন্ত্রী তাজমুল হোসেন ও জেলা পরিষদ সদস্য বুলবুল খানের মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। ব্যানারে নাম থাকা ব্লক সভাপতি সাহেব দাস বুলবুল ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই বিরোধীদের দাবি, দলীয় কোন্দলের জেরেই ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘিরে হরিশ্চন্দ্রপুরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
