ঝাড়গ্রাম: ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে বাঁশতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। নিহতদের মধ্যে একটি পূর্ণবয়স্ক হাতি ও দুটি হস্তিশাবক ছিল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলের তিনদিকে ঘন জঙ্গল। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হাতির একটি দল জঙ্গল পেরিয়ে রেললাইন অতিক্রম করছিল। সেই সময় দ্রুতগতিতে আসা জনশতাব্দী এক্সপ্রেস সজোরে ধাক্কা মারে তিনটি হাতিকে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। খবর পেয়ে বনদপ্তর ও রেলের যৌথ উদ্যোগে ক্রেন এনে হাতিগুলির মৃতদেহ সরানো হয়। ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। পরে পরিষেবা স্বাভাবিক হয়।
ঘটনায় স্থানীয় বাসিন্দারা ও পরিবেশপ্রেমীরা ক্ষোভপ্রকাশ করেছেন। বনদপ্তর সরাসরি রেলকে দায়ী করেছে। তাদের দাবি, বৃহস্পতিবার রাতেই রেলকে সতর্ক করা হয়েছিল—হাতির দল ওই এলাকা দিয়ে যাতায়াত করতে পারে। তবুও ধীরগতিতে ট্রেন চালানো হয়নি।
প্রতিবার রিভিউ মিটিংয়ে সতর্কবার্তা দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বনদপ্তর রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে বলে সূত্রের খবর।
