দিল্লি – দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কে (Delhi-Haridwar National Highway) একদিনে ঘটল তিনটি পৃথক পথ দুর্ঘটনা। শুক্রবার এই ঘটনাগুলিতে মোট চারজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।একটি দুর্ঘটনায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। বাকি দুটি দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাগুলির কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সড়কটিতে গতির নিয়ন্ত্রণ না থাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে। পুলিশও জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে গোটা ঘটনা খতিয়ে দেখছে।
