দিল্লি – আজ, শুক্রবার সকালেই দিল্লির ২০টিরও বেশি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন প্রান্তে অবস্থিত স্কুলগুলিকে পাঠানো ওই ই-মেইলগুলিতে দাবি করা হয়েছে, সেখানে আরডিএক্স ও আইইডি ধরনের বিস্ফোরক রাখা হয়েছে। বিশেষ করে রোহিণী সেক্টর ৩-এর অভিনব পাবলিক স্কুল এবং পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুলে এই ধরনের হুমকি পাওয়া যায়।
এই নিয়ে গত তিন দিনের মধ্যে দিল্লির প্রায় ১০টি স্কুল এবং একটি কলেজ—সেন্ট স্টিফেনস-এর মতো খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের হুমকি এসেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দিল্লি পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে। বোমা নিষ্ক্রিয়করণ দল, ডগ স্কোয়া ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বিশেষ টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে ওইসব স্কুলে পাঠদান আপাতত বন্ধ রাখা হয়েছে।
এই ধরণের হুমকিকে কেন্দ্র করে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। দিল্লি পুলিশের দাবি, তারা সমস্ত দিক খতিয়ে দেখছে এবং খুব শীঘ্রই হুমকির উৎস চিহ্নিত করা সম্ভব হবে। হুমকি যদিও এখনো পর্যন্ত ভুয়ো বলেই মনে করা হচ্ছে, তবু সতর্কতা হিসেবে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
