খেলা – কলকাতা লিগের প্রতীক্ষিত ডার্বি ম্যাচ নিয়ে অবশেষে কাটল জট। পূর্বনির্ধারিত ১৯ জুলাইয়ের বদলে এই মরশুমের প্রথম মোহনবাগান-ইস্টবেঙ্গল মুখোমুখি হবে আগামী ২৬ জুলাই, শনিবার। আইএফএ (ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন)-র পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
প্রাথমিকভাবে ম্যাচটি কল্যাণী স্টেডিয়ামে ১৯ তারিখ বিকেল ৫:৩০টায় নির্ধারিত ছিল। তবে পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তা ঘাটতির কারণে ম্যাচ আয়োজনে সমস্যা দেখা দেয়। সেই সমস্যার সমাধানসূত্রেই ম্যাচের নতুন দিন ধার্য করা হয়েছে ২৬ জুলাই। তবে স্থান ও সময়ে কোনও পরিবর্তন হয়নি। ডার্বি ম্যাচটি আগের মতই কল্যাণী স্টেডিয়ামে বিকেল ৫:৩০টায় অনুষ্ঠিত হবে।
আইএফএর এই সিদ্ধান্তে দুই দল ও তাদের সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে। মরশুমের প্রথম বড় ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, ২৬ জুলাইয়ের ডার্বি ম্যাচে কে হাসে শেষ হাসি।
