খেলা – চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে সেভাবে আলো ছড়াতে না পারলেও ব্যাট হাতে চমক দেখিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এখন পর্যন্ত সিরিজে ছয়টি ইনিংসে ১০৯-এর অসাধারণ গড়ে তিনি করেছেন ৩২৭ রান, যার মধ্যে রয়েছে চারটি অর্ধশতরান। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি টেস্ট সিরিজে ভারতের হয়ে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর ওপরে রয়েছেন শুভমান গিল, ঋষভ পন্থ, জেমি স্মিথ এবং কেএল রাহুল।
জাদেজা সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক অভিজাত তালিকায় নাম লেখান, যেখানে রয়েছেন কপিল দেব, শন পোলক এবং সাকিব আল হাসানের মতো কিংবদন্তিরা—যাঁদের নামের পাশে লেখা রয়েছে ৭০০০ রান এবং ৬০০ উইকেটের কৃতিত্ব। ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে জাদেজার নাম কপিল দেবের সঙ্গে তুলনা করা হলেও, কপিল ছিলেন ফাস্ট বোলার আর জাদেজা স্পিনার, ফলে তুলনাটা পুরোপুরি সমান নয়। তবুও, ৮৩টি টেস্ট ম্যাচ পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, বেশ কিছু ক্ষেত্রে কপিলকেও ছাড়িয়ে গেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
জাদেজা তাঁর ৮৩টি টেস্ট ম্যাচে ৩৬.৯৭ গড়ে করেছেন ৩৬৯৭ রান, যেখানে কপিল দেবের ঝুলিতে ৮৩ ম্যাচে ছিল ৩১.৯৮ গড়ে ৩৪৮৬ রান। প্রতিপক্ষ অনুযায়ী পরিসংখ্যানেও জাদেজা কিছুটা এগিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর রান ১৩৫৮, যেখানে কপিল করেছিলেন ১০৩৪। বল হাতেও জাদেজা সামান্য এগিয়ে রয়েছেন—৮৩ ম্যাচে ২৪.৯৩ গড়ে তিনি নিয়েছেন ৩২৬টি উইকেট, যেখানে কপিলের শিকার ছিল ৩০০টি উইকেট, গড় ২৯.০৫। যদিও ইনিংসে ৫ উইকেট নেওয়ার দিক থেকে কপিল কিছুটা এগিয়ে—জাদেজার ১৫ বারের তুলনায় তাঁর কৃতিত্ব ১৯ বার।
এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে, বর্তমান প্রজন্মের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা শুধুমাত্র তাঁর দক্ষতায় নয়, পরিসংখ্যানে কপিল দেবের মতো কিংবদন্তিকেও ছুঁয়ে ফেলেছেন—বা বলা যায়, কিছু ক্ষেত্রে ছাড়িয়েও গেছেন।
