২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড

২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




খেলা – ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের আয়োজক হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেই আবার দায়িত্ব দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি-র বার্ষিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু তাদের সেই স্বপ্নভঙ্গ হয়েছে। আইসিসি জানিয়েছে, গত তিনবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সফল আয়োজক ছিল ইংল্যান্ড। সেখানকার অবকাঠামো, দর্শকসাড়া ও নিরপেক্ষ পরিবেশের কারণে ফের তাদেরই এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারতের মতো ক্রিকেটপ্রেমী দেশে আয়োজন হলেও, সমস্যা হতে পারে দর্শকসংখ্যা নিয়ে—বিশেষত যদি ভারতীয় দল ফাইনালে না পৌঁছায়। এমন পরিস্থিতিতে মাঠে দর্শক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইসিসি।

এছাড়া ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন এবং দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক বন্ধ থাকায় পাকিস্তান দল ভারতে খেলতে আসবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। যদি পাকিস্তান ফাইনালে ওঠে এবং ম্যাচ ভারতে হয়, তবে তারা অংশগ্রহণ না-ও করতে পারে—এমন সম্ভাবনার দিক বিবেচনা করেই আইসিসি নিরাপদ বিকল্প হিসেবে ইংল্যান্ডকেই বেছে নিয়েছে।

সব মিলিয়ে, পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই হবে ইংল্যান্ডের ঐতিহাসিক মাঠগুলোতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top