দিল্লি – দেশের রাজধানী দিল্লিতে ফের একবার ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল জনজীবন। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ অনুভূত হয় কম্পন, যা রিখটার স্কেলে ৩.২ মাত্রার ছিল। জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (NCS) জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার ফরিদাবাদ এবং ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।
যদিও ভূমিকম্পের কারণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি, তবে কম্পন প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হওয়ায় দিল্লি এবং আশপাশের এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসেন।
এই নিয়ে গত এক মাসে দিল্লিতে তৃতীয়বার ভূমিকম্পের ঘটনা ঘটল। বারবার কম্পন অনুভূত হওয়ায় দিল্লিবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দিল্লি হিমালয়ের কাছাকাছি অবস্থিত এবং এটি একটি সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল, যেখানে টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। ফলে এখানকার মাটি নিয়মিত ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।
নাগরিকদের ভূমিকম্পের সময় কীভাবে নিরাপদে থাকতে হয়, সে বিষয়ে সচেতন করতে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর বিশেষ প্রচার শুরু করার সুপারিশ করছে বিশেষজ্ঞ মহল।
