বিনোদন – লাল নেলপলিশ, লাল লিপস্টিক আর লাল ওয়াইন গ্লাস – তিনে মিলে তৈরি হয়েছে এক মোহময় মুহূর্ত। সেই মুহূর্তেই ধরা দিয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। সাহসী লুকে ধরা দিয়েছেন লাল রঙের হল্টার বডিকন ড্রেসে, খোলা পিঠে বোল্ডনেসের ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে নেটদুনিয়ায়।
ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু করলেও দেবচন্দ্রিমা এখন ওয়েব সিরিজেরও পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তিনি কনটেন্ট ক্রিয়েটারও বটে। নিয়মিত ডেইলি ভ্লগ ও স্টাইল স্টেটমেন্টে নেটিজেনদের মন জয় করে চলেছেন।
সম্প্রতি থাইল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী। সেখান থেকেও একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না দেবচন্দ্রিমা, তবে গুঞ্জন রয়েছে যে তিনি বর্তমানে প্রেমে রয়েছেন। প্রাক্তন সায়ন্ত মোদকের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই তাঁকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
কিছুদিন আগেই এক ডেটিং অ্যাপে তাঁর নামে ভুয়ো প্রোফাইল খোলা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়ায়। তবে সেই সমস্যা আপাতত মিটেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
বর্তমানে দেবচন্দ্রিমার বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট ও সোশ্যাল মিডিয়া প্রেজেন্স তাঁকে টলিপাড়ার সবচেয়ে চর্চিত মুখগুলির একটিতে পরিণত করেছে।
