ভাইরাল – এক নিমেষে নদীর জলে তলিয়ে গেল একটি একতলা পাকা বাড়ি। যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল সম্পূর্ণ কাঠামো। ঘটনাটি ঘটেছে বিহারের আরা জেলার জবইনিয়া গ্রামে। প্রবল বর্ষণে ফুলেফেঁপে উঠেছে নদী। তারই ধাক্কায় আলগা হয়ে যায় নদীপাড়ের মাটি। আর সেই মাটির ওপর তৈরি একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে সরাসরি নদীর জলে তলিয়ে যায়।
ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়। কিছুক্ষণের মধ্যেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় এক্স (প্রাক্তন টুইটার)-এ। সাংবাদিক প্রিয়া সিং নিজেই ভিডিয়োটি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, নদীর জলস্রোত গ্রাস করছে বাড়িটির চারপাশের মাটি। আচমকাই হেলে পড়ে বাড়িটি ভেঙে যায় নদীতে।
ভাগ্যক্রমে, ঘটনাস্থলে কোনও বাসিন্দা উপস্থিত ছিলেন না। ফাঁকা থাকার দরুন বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদিও ঘটনাটি দেখে আতঙ্কে শিউরে উঠেছেন নেটিজেনরা। বহু মানুষ মন্তব্য করে লিখেছেন, “ভাগ্যিস বাড়িতে কেউ ছিল না, তা না হলে প্রাণহানির আশঙ্কা ছিল।”
স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত। এলাকার আরও বেশ কিছু বাড়ি নদীর ধারে অবস্থিত, যেগুলির ওপর এখন বিপদের আশঙ্কা ঘনিয়ে এসেছে। জলের তোড়ে ধসে পড়তে পারে আরও নির্মাণ – এমনটাই মনে করছেন স্থানীয়রা।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের আপাতত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
