রাজ্য – তৃণমূল কংগ্রেসের অন্দরে বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। দলীয় সূত্রে খবর, চলতি জুলাই মাসেই ছাত্র, যুব, মহিলা, এবং শ্রমিক সংগঠন INTTUC-সহ বিভিন্ন শাখা সংগঠনের টাউন ও ব্লক স্তরে নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হতে পারে।
আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল নতুন করে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে। পুরনো নেতৃত্বের সঙ্গে সম্ভাবনাময় তরুণ মুখদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তুতি চলছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল ও দমদম সাংগঠনিক জেলায় — যেখানে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
দলীয় সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই জেলাভিত্তিক মূল্যায়ন রিপোর্টের উপর ভিত্তি করে নেতা-নেত্রীদের সাংগঠনিক দক্ষতা ও জনভিত্তি বিশ্লেষণ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই পুরনো সভাপতিদের সরিয়ে দায়িত্ব দেওয়া হতে পারে নতুনদের, যাদের নেতৃত্বদানে দলের কর্মসূচি আরও জোরদার করা সম্ভব।




















