বিদেশ – চিনে চিকুনগুনিয়ার সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি, ইতিমধ্যেই হাজির হয়েছে নতুন এক মশাবাহিত ভাইরাস। দেশটির গুনঝুয়াং প্রদেশ ও হংকংয়ে এই ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়েছে। চিকুনগুনিয়ার লক্ষণের সঙ্গে মিল থাকলেও পরে জানা যায় এটি সম্পূর্ণ আলাদা। হাসপাতালগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
চিনের জনবহুল বাজার ও জল নিকাশী সমস্যার কারণে মশাবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। চিকুনগুনিয়া প্রথম ১৯৫২ সালে তানজানিয়ায় দেখা গিয়েছিল, তবে চিনে এর সঙ্গে ম্যালেরিয়া, ডেঙ্গু, জাপানিজ এনসেফালাইটিস এবং জিকা ভাইরাসও বড় উদ্বেগের কারণ। যদিও দেশটি ম্যালেরিয়ামুক্ত হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছে, বাকিগুলি এখনও সক্রিয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই নতুন ভাইরাসকে রুখতে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এর ভ্যাকসিন বা ওষুধ তৈরির কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি করোনার মতো পরিস্থিতি তৈরি করবে না, তবে নজরদারি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া জরুরি।
